• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে: সিইসি

প্রকাশিত: ১৩:৪৭, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:৪৮, ২৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে নির্বাচন কমিশনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাঠ প্রশাসনের সাথে আইন-শৃঙ্খলা বিষয় সভার সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

বলেন, দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। তাই সহিংসতা যাতে না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ সিইসি'র।  মাঠ প্রশাসনকে বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ন হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন: