• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পদ্মা সেতুতে টোল আদায় ১৫০০ কোটি টাকা ছাড়ালো

প্রকাশিত: ১৬:৪৯, ২৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
পদ্মা সেতুতে টোল আদায় ১৫০০ কোটি টাকা ছাড়ালো

ফাইল ছবি

পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড অর্জন হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মিত এই স্বপ্নের সেতুতে টোল আদায় ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। সেতু কর্তৃপক্ষ জনিয়েছে, দেশের বৃহত্তম সেতু চালু হওয়ার পর থেকে শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।

গত ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হওয়ার পরদিন খুলে দেয়া হয় পদ্মা সেতু। সেই হিসাবে ২২ মাসে সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২৩২ টি। আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি।

রবিবার (২৮ এপ্রিল) টোল আদায় ১৫০০ কোটি টাকা ছাড়ানোর বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। তিনি জানান, সেতু দিয়ে পর্যাপ্ত গাড়ি পারাপার হচ্ছে। তাই আশানুরূপ টোল আদায়ও অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিনের সূচনা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2