• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শুক্রবার ক্লাস নেয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের টালবাহানা শেষে নতুন সিদ্ধান্ত

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ৫ মে ২০২৪

আপডেট: ১৬:৫৩, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
শুক্রবার ক্লাস নেয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের টালবাহানা শেষে নতুন সিদ্ধান্ত

শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্তের কারণে অভিভাবকরাও পড়েছে দুটানায়। কোন ঘোষণা ঠিক আর কোনটি ভুল এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুলকালাম আলোচনা। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করা সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

রবিবার (৫ মে) ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

তবে এর আগে দুপুরে একই ফেসবুক পেইজে শিক্ষামন্ত্রী বলেছেন, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এরমধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, তবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।  

তার কয়েক ঘণ্টা পরই এই পোস্ট মুছে ফেলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে। নতুন পোস্টে জানানো হয় আগের পোস্টটি ভুলবশত দেয়া হয়েছিল। নতুন পোস্টে লেখা হয়- 

‌‌‘শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেইজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’


 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2