• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত

প্রকাশিত: ১৩:২৫, ৪ মে ২০২৪

আপডেট: ১৪:২৬, ৪ মে ২০২৪

ফন্ট সাইজ
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত

পেঁয়াজ রফতানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিয়েছে দেশটির সরকার। অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। তবে শনিবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপে স্বস্তি মিলবে সেখানের ব্যবসায়ীদের।

ভারতের, বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কারণ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়।

তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রফতানি করেছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ ডলার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2