• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মার্কিন হুমকি: ভারতের পাল্টা প্রতিক্রিয়া 

প্রকাশিত: ১৫:১৩, ১৫ মে ২০২৪

ফন্ট সাইজ
মার্কিন হুমকি: ভারতের পাল্টা প্রতিক্রিয়া 

ছবি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ইরানের চাবাহার সমুদ্রবন্দর পরিচালনার জন্য ভারতের চুক্তিতে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, দিয়েছে নিষেধাজ্ঞার হুমকি। তবে এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছে ভারত। বুধবার (১৫ মে) পশ্চিমবঙ্গের কলকাতায় একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একথা বলেন।

জয়শঙ্কর বলেছেন, এই প্রকল্পের কারণে পুরো অঞ্চল উপকৃত হবে। জনগণেরও এটি সম্পর্কে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত নয়। 

বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে ২০১৬ সালে তেহরানের সঙ্গে চুক্তিতে যায় ভারত। এরপর সোমবার দীর্ঘমেয়াদি ওই চুক্তিতে যায় নয়াদিল্লি। ভারতের নৌপরিবহণমন্ত্রী চুক্তিটিকে ভারত-ইরানের সম্পর্কের ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন, আমি এ নিয়ে কিছু মন্তব্য দেখেছি। আমি মনে করি না যে জনগণের এ নিয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আপনি যদি চাবাহার বন্দরের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব দেখেন, তারাও এ বন্দরের বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে। আমরা এটিতে কাজ করবো।

এর আগে মঙ্গলবার  (১৪ মে) সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দেন। তিনি বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনো কার্যকর। এসব নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে। যেসব পক্ষ ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার কথা ভাবছে, তাদের সম্ভাব্য মার্কিন ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে। 

উল্লেখ্য, পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2