• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আজ থেকে রাজধানীতে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা

প্রকাশিত: ১৩:৪৮, ১৫ মে ২০২৪

আপডেট: ১৩:৫৩, ১৫ মে ২০২৪

ফন্ট সাইজ
আজ থেকে রাজধানীতে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা

আজ থেকে ঢাকা শহরে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ঢাকার রাস্তায় পুরোনো ফিটনেসবিহীন বাস ডাম্পিং নয়, ধ্বংস করে দেয়া হবে। আজ থেকে সারাদেশে নো হেলমেট নো ফুয়েল পদ্ধতি চালুর কথাও জানান তিনি। 

বলেন, জরুরি সেবা ছাড়া হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থাকবে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা শহরে যে ধরনের লক্কড়-ঝক্কড় ও রংচটা গাড়ি চলে তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নতমানের গণপরিবহন চলে বলে মত তার। 

সড়কের দুর্ঘটনা এবং যানজট না কমায় অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপদ সড়কের স্বপ্ন পূরণ হবে না। ঈদের আগের চেয়ে ঈদের পরে সড়ক দুর্ঘটনা বেশি। সড়ক দুর্ঘটনার খবর মানুষ হিসেবে কষ্ট দেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2