মুক্তির ১৫ দিনের মাথায় ডিবি কার্যালয়ে মামুনুল হক
মাওলানা মামুনুল হক (ফাইল ছবি)
তিন বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন মাত্র ১৫ দিন। এরই মধ্যে ডিবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
শনিবার (১৮ মে) বিকেলের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে যান।
এর আগে তিন বছর বন্দি থাকার পর গত শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। পরে তাকে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান স্বজন ও ভক্তরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: