ঈদের পর আবারও বাড়ছে অফিস সময়

ছবি: ফাইল ফটো
আসন্ন ঈদুল আজহার পরে নতুন অফিস সময় কার্যকর হতে যাচ্ছে। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হচ্ছে।
সোমবার (৩ জুন) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে অফিস সময় ছিলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: