• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:৩২, ১৪ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৩৬, ১৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির।

বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরের জন্য ৭৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা।

এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্য শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠান একটি দেশের মূল চালিকা শক্তি। উৎপাদিত পণ্য কীভাবে আরো বহুমুখী করা যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। 

বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির চাহিদা বেড়েছে। তাই প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানবসম্পদ তৈরির প্রচেষ্টাকে আরো উৎসাহিত করার পরামর্শও দেন বঙ্গবন্ধু কন্যা। 

অনুষ্ঠানে সব খাতের মধ্যে হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফিসহ মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: