• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শুক্রবার শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘দ্রোহ মিছিল’

প্রকাশিত: ১৭:৫৭, ১ আগস্ট ২০২৪

আপডেট: ১৮:৩৫, ১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
শুক্রবার শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘দ্রোহ মিছিল’

রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালনের শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) নিপীড়নবিরোধী শিক্ষকদের সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচি হয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সরকার পুলিশের কাঁধে ভর করে আছে। তারা পুলিশের বিচার করতে পারবে না। সাধারণ ছাত্র–জনতাকে হত্যার বিচার করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে।

নিপীড়নবিরোধী কর্মসূচিতে আটক শিক্ষার্থীসহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। ব্লক রেইডের নামে গণগ্রেফতার বন্ধেরও দাবি তাদের। এদিকে, "দ্রোহ মিছিল"-এর নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কাল। 

আরও পড়ুন: আন্দোলনে প্রাণহানি, যেই জড়িত থাকুক খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

নিপীড়ণবিরোধী শিক্ষক সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য শিক্ষকরা। শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’কর্মসূচি আজ

শুরুতে অল্পসংখ্যক শিক্ষক–শিক্ষার্থী সমাবেশে অংশ নিলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম বাড়তে থাকে। সমাবেশে শিক্ষকরা বলেন, সরকারের কাছ থেকে হত্যাকাণ্ডের বিচার আশা করেন না তারা। ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নেন টিএসসি এলাকায়। মৌন মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পালন করা হয় এক মিনিট নীরবতা। 

আরও পড়ুন: যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে: ওবায়দুল কাদের

ব্লক রেইডের নামে গ্রেফতার ও আটকের নামে বাণিজ্য বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা। 
প্রতিবাদ করলেই মুক্তিযুদ্ধবিরোধী আখ্যায়িত করার প্রবণতার সমালোচনা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতির মধ্য দিয়েও প্রতিবাদ জানানো হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: