• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মঙ্গলবার নয়, কালই মার্চ টু ঢাকা: সমন্বয়ক আসিফ

প্রকাশিত: ১৭:৪২, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
মঙ্গলবার নয়, কালই মার্চ টু ঢাকা: সমন্বয়ক আসিফ

ফের কারফিউ ঘোষণা দেয়ায় নিজেদের কর্মসূচি এগিয়ে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচি দিলেও সেটা এগিয়ে এনে সোমবারই পালনের ঘোষণা দিয়েছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন এ তথ্য।

রবিবার (৪ আগস্ট) বিকালে এক বার্তায় আসিফ মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা খুন হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

ছাত্র-জনতায় এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাবো উল্লেখ করে আসিফ জানান, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। 

উল্লেখ্য, সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিন শেষ হওয়ার আগেই আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন কর্মসূচী ‌‌‌‌রেখেছিল। আর মঙ্গলবার (৬ আগস্ট) লংমার্চ টু ঢাকা আহ্বান করেছিল শিক্ষার্থীরা। কিন্তু মার্চ একদিন আগেই করবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: