• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজশাহীতে লিটন, বাদশা নিলেন করোনার টিকা

প্রকাশিত: ১০:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১০:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১

ফন্ট সাইজ
রাজশাহীতে লিটন, বাদশা নিলেন করোনার টিকা

সারা দেশের ন্যায় বিভাগীয় শহর রাজশাহীতে শুরু হয়েছে বহুকাঙ্খিত করোনা ভাইরাসের টিকাদান। রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার শরীরে করোনা ভাইরাসের টিকা নিয়ে এর উদ্ধোধন করেন।

এরপর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আদিবা আনজুম মিতা ও জেলা প্রশাসক আব্দুল জলিল টিকা নেন। বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে পুলিশ সদস্যদের শরীরে করোনা ভাইরাসের টিকার উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। একই সাথে রাজশাহীর ৯টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা দেয়া শুরু হয়। রাজশাহী মহানগরীতে আজকে ৪০৪ জনকে করোনা টিকা দেয়া হবে। এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৪ হাজার একশ' ৪জন। রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ূম তালকদার বলেন, করোনা টিকা নেওয়ার জন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন আবেদন ছাড়া কোনোভাবেই টিকা নেওয়া যাবে না। ৫৫ ঊর্ধ্ব বয়সের নাগরিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ১৫টি ক্যাটাগরির নাগরিক টিকার জন্য এ মুহূর্তে আবেদন করতে পারছেন। গুজবে কান না দিয়ে সব প্রকার ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সবাইকে পর্যায়ক্রমে করোনা টিকা নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2