নিহত ৮০০ জনের নাম পাওয়া গেছে, তালিকা হচ্ছে: উপদেষ্টা নাহিদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের তালিকায় এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। তালিকা তৈরি হচ্ছে।’ বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে নিহত কলেজ শিক্ষার্থী শাফিক উদ্দিন আহম্মেদ আহ্নাফের (১৭) পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা নাহিদ বলেন, ‘নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।’
গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
বিভি/পিএইচ
মন্তব্য করুন: