• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সচিবালয়ে প্রথম কর্মদিবসে যা বললেন নতুন দুই উপদেষ্টা

প্রকাশিত: ১৪:৩৭, ১১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সচিবালয়ে প্রথম কর্মদিবসে যা বললেন নতুন দুই উপদেষ্টা

সেখ বশির উদ্দিন ও আলী ইমাম মজুমদার (ফাইল ছবি)

নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে স্বস্তি ফেরানোই প্রথম কাজ। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি এই মন্তব্য করেন। এদিকে, নতুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যতো কথাই বলুক, চাপহীনভাবে কাজ করবে সরকার।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে যান নতুন বাণিজ্য উপদেষ্টা হিসেবে শপথ নেয়া সেখ বশির উদ্দিন। প্রথম কর্মদিবসে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি বলেন, বাজারে স্বস্তি ফেরাতে সবার সহযোগিতা প্রয়োজন। মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের যে পরিমান খরচ বেড়েছে, সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি। মন্ত্র দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না।

অন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার আড়াই মাস পর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আলী ইমাম মজুমদার। খাদ্য মন্ত্রণালয়ের প্রথম কর্মদিবসে কথা বলেন সাংবাদিকের সাথে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া, ডায়ালগ চলছে। 

উল্লেখ্য যে, নতুন ৩ উপদেষ্টার শপথ ও দফতর বন্টনের পর আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: