রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে শুরু হতে যাচ্ছে উৎপাদন

রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে খুব শিগগিরই উৎপাদন শুরু হতে যাচ্ছে। সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। এতে বলা হয়, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে আখ এলাকায় অবস্থিত ৯টি চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।
শুরুতে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড আখ মাড়াই ও চিনি উৎপাদনে যাবে। আগামী ১৫ নভেম্বর তারা উৎপাদন শুরু করবে। এরপর পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে। এই ৯টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ৬টি চিনিকল চালুর কোনও উদ্যোগ এখন পর্যন্ত নেয়া হয়নি।
৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড ও নাটোর চিনি কল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ও ফরিদপুর চিনি কল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লি., পঞ্চগড় চিনি কল লি., পাবনা চিনি কল লি., রংপুর চিনি কল লি., শ্যামপুর চিনি কল লি. ও সেতাবগঞ্জ চিনি কল লি.। বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে। এর মধ্যে চলতি মাড়াই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনি কলের যেকোনও একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
বিভি/এসজি
মন্তব্য করুন: