• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকাকে যে বার্তা দিলো দিল্লি

প্রকাশিত: ১৯:০৯, ২৯ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ঢাকাকে যে বার্তা দিলো দিল্লি

ছবি: রণধীর জসওয়াল

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২৯ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। 

বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটিই ভারতের স্পষ্ট বার্তা। এছাড়া চিন্ময় দাসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রণধীর জসওয়াল।

সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়ার অভিযোগ এনে নানান প্রশ্ন করে। ওই সময় রণধীর জসওয়াল বলেন, হিন্দুদের ওপর হামলা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হিন্দুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তিশালীভাবে উপস্থাপন করছে ভারত। 

জসওয়াল জানান, বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ বাণিজ্য বন্ধ হবে না। এবং একইভাবে, বাংলাদেশ ও ভারতের মাঝে উভয় দিকেই বাণিজ্য অব্যাহত রয়েছে।

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এই মামলায় সোমবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে।

পরের দিন চট্টগ্রামের একটি আদালতে চিন্ময়ের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2