প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি
ছবি: সংগৃহিত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে প্রথম একান্ত বৈঠক। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর দুদিন পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেয়া হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: