মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম (ফাইল ছবি)
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত ৬ মাসে রফতানি বেড়েছে ১০ শতাংশ। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলার তথ্যও জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এই সেন্টার খোলা হবে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। কথা বলেন মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যসহ কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধে সরকারের নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে। শফিকুল আলম বলেন, মূল্যস্ফীতি কমে এসেছে। জুলাই নাগাদ তা নেমে আসবে ৭ দশমিক পাঁচ শতাংশে।
বর্তমানে দেশে ১৩ লাখ মেট্রিকটন খাদ্য মজুদ আছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, যে পরিমাণ খাদ্য মজুদ আছে আর আমদানি হচ্ছে তাতে পণ্যের দাম আরও কমে আসবে। দেশের ব্যাংকখাত ও অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
বাজার থেকে হঠাৎ সয়াবিন তেল উধাও প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরবরাহ ঠিক থাকলে মজুমদাররা সুবিধা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান শফিকুল আলম।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: