• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ঈদে লঞ্চে বাড়তি ভাড়া নিলে জরিমানার সঙ্গে বাতিল রুট পারমিটও’

প্রকাশিত: ১৪:২৪, ৬ মার্চ ২০২৫

আপডেট: ১৫:২০, ৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘ঈদে লঞ্চে বাড়তি ভাড়া নিলে জরিমানার সঙ্গে বাতিল রুট পারমিটও’

ছবি: এম সাখাওয়াত হোসেন

ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয় রুট পারমিটও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভা করে নৌ পরিবহন মন্ত্রণালয়।

সভা শেষে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন জানান, লঞ্চে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না।  করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। লঞ্চের ফিটনেস সনদ সাথে রাখতে হবে। দুই-একদিনের মধ্যেই অভিযান পরিচালনা শুরু হবে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2