• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ধর্ষণের বিচার নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৮:৪৯, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৫২, ৯ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ধর্ষণের বিচার নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার (৮ মার্চ) মধ্যরাতে রাজু ভাস্কর্যে এ কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় ধর্ষকের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজু ভাস্কর্যে ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিগত সময়ের সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা এবং মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকরসহ দুটি দাবি তুলে ধরেন তারা।

এছাড়াও আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দেয়া হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2