• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদানি গ্রুপের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ আমলে নিয়েছে দুদক

প্রকাশিত: ১৫:৩৭, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আদানি গ্রুপের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ আমলে নিয়েছে দুদক

ছবি: সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুতের জন্য আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআর শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে। এর মাধ্যমে ৪০ কোটি ডলার কর ফাঁকি হয়েছে-এমন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। 

এ সংক্রান্ত তথ্য পেতে দুদকের উপ-পরিচালক রেজাউল করিম নথিপত্র তলব করে এনবিআর ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবিকে চিঠি দিয়েছে। এ চুক্তির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখছে সংস্থাটি।

এর আগে এনবিআরের তদন্তে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলারের শুল্ক-কর ফাঁকি দেওয়া হয় বলে প্রতিবেদনে উঠে আসে। এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার তথ্যও উঠে আসে এনবিআরের তদন্তে।

বিভি এ/আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2