এশিয়াটিক গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে অ্যাটকো’র উদ্বেগ

সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সকল টেলিভিশন চ্যানেলসমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
বুধবার (৩০ এপ্রিল) অ্যাটকো এর নির্বাহী পরিষদের জরুরি সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বিষয়টি অতি দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী সাক্ষরিত একটি চিঠিতে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বরাবর পাঠানো হয়। চিঠিতে এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আদেশ টেলিভিশন শিল্প রক্ষার স্বার্থে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করার আবেদন জানানো হয়।
চিঠিতে বলা হয়, বর্তমানে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশের টেলিভিশন চ্যানেলসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আপনি অবগত আছেন যে, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এশিয়াটিক গ্রুপের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (Freeze) করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের দেশের টেলিভিশন চ্যানেলসমূহের আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন। যার বেশিরভাগই বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এশিয়াটিক গ্রুপ তাদের মধ্যে অন্যতম। টেলিভিশন চ্যানেলগুলো তাদের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ে গ্রহণ করার মাধ্যমে মিডিয়া হাউজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বেতন ও ভাতাসহ অন্যান্য আনুসঙ্গিক ব্যয় নির্বাহ করে থাকে। টেলিভিশন চ্যানেলগুলো এমনিতেই আর্থিক সংকট মোকাবেলা করছে। তদুপরি, যদি এই শিল্পের প্রতিষ্ঠানসমূহ নিয়মিত প্রাপ্য অর্থ না পায় তাহলে সম্প্রচার অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে আমরা মনে করি।
অ্যাটকো’র নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে টেলিভিশন শিল্প রক্ষার স্বার্থে এশিয়াটিক গ্রুপের (এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, এশিয়াটিক এমসিএল, ওয়েডমেকার, এমবিএ এম পাওয়ার) প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবসমূহ সচল করে সহযোগিতার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: