আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আন্দোলনকারীদের আনন্দ মিছিল

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে সন্তোষ প্রকাশ করেছেন শাহবাগের আন্দোলনকারীরা। উচ্ছাস প্রকাশ করে মিছিল করেন ও মিষ্টি বিতরণ করেন তারা। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করা এবং জুলাই ঘোষণা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ।
এদিকে, শনিবার গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রাজপথ ছেড়ে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিল হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরই শাহবাগে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এসময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা শ্লোগান দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করেন।
এ খবরে অনেকেই আবার মিষ্টি বিতরণ করেন। এজন্য কেউ কেউ সরকারকে ধন্যবাদ জানান। সন্তোষ জানিয়ে তারা নিজেদের উচ্ছাস প্রকাশ করেন। তবে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করায় আন্দোলনকারীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সরকারী সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে রাজপথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। গুম, খুন, হত্যার জন্য আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের সরকার দ্রুত বিচার করবে বলে আশা আন্দোলনকারীদের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: