সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদলের অবরোধ

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২২ মে) বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করছেন তারা।
এর আগে বুধবার (২১ মে) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয় যে, সাম্য হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হবে।
স্বাক্ষরিত ওই বার্তায় আরও জানানো হয়, শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য খুন হন।
৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনায়।
বিভি/এআই
মন্তব্য করুন: