• NEWS PORTAL

  • শনিবার, ২৪ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ

প্রকাশিত: ০৭:৪১, ২৪ মে ২০২৫

আপডেট: ০৭:৪২, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ

প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং ড. মুহাম্মদ ইউনূসের সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করার গুঞ্জনের মধ্যেই হচ্ছে এ বৈঠক।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সন্ধ্যা সাতটার পরে প্রথমে জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস। এরপরে বৈঠক হবে বিএনপির সাথে।  

প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে । 

বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্খিত সহযোগিতা পাচ্ছেন না অনুযোগ করে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: