১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি

ছবি: সংগৃহীত
১০ দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি চলছে।
রবিবার (২৫ মে) ভোর ৬ টা থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি। চলবে দুপুর ২টা পর্যন্ত।
একই দাবিতে বন্ধ রয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন চলাচল। এতে,স্থবির হয়ে পড়েছে উত্তরবঙ্গের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে তেল সরবরাহ ।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বলেন, ২ টার পর থেকে তেল উত্তোলন ও সরবরাহ শুরু করবে।
এদিকে, নাটোরে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বিভি/এআই
মন্তব্য করুন: