• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৪:৪১, ২৭ মে ২০২৫

আপডেট: ১৪:৪২, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত নবীন রিক্রুট ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি কারারক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা, দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রধান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2