• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

প্রকাশিত: ১৪:৫৭, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম। 

মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে চতুর্থ দিনের মতো আন্দোলন করছে তারা।

নুরুল ইসলাম অভিযোগ করেন, আন্দোলন দমন করতে সকাল থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। মঙ্গলবার দাবি আদায়ের এই কর্মসূচি কিছুটা শিথিলভাবে পালনের কথা থাকলেও সকালে সচিবালয়ের সকল ভবনে কর্মকর্তারা কর্মবিরতি পালন করতে রাস্তায় বেরিয়ে আসেন। সারাদেশে সকল সরকারি প্রতিষ্ঠানে ১৮ লাখ কর্মচারীকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান নুরুল ইসলাম। 

এদিকে সচিবালয়ে কর্মবিরতি পালনের প্রতিবাদে বিক্ষোভ করছে জুলাই মঞ্চ। তাদের দাবি, গত ১৬ বছরের স্বৈর শাসনের দোসরেরাই সচিবালয়কে অস্থির করে ফায়দা লুটতে চায়। তাদের এই খায়েস পূরণ হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। 

এদিকে এ সংক্রান্ত সমস্যা নিরসনে ভূমি সচিবকে প্রধান করে ৮ সদস্যের কমিটি করেছে সরকার। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2