• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আগামীকাল বুধবার (২৮ মে) একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। 

আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন।

এই বৈঠকের পর ব্রিফিংয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর ফলে, আগামীকাল বুধবার সচিবালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। এদিন আন্দোলনকারীদের দাবি-দাওয়ার বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদকে অবহিত করবেন আলোচনায় অংশ নেওয়া সচিবরা।

এদিকে, আজ বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন তিনি সচিব। ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক চলে। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।

এর আগে, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেয়া হয়।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। গত শনিবার থেকে তাদের এই আন্দোলন শুরু হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2