বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাউন্ডের শুল্ক আলোচনার প্রথম দিন শেষ

ফাইল ছবি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় রাউন্ডের তিন দিনব্যাপী শুল্ক আলোচনার প্রথম দিন ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে।
আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের প্রায় সবগুলো মূল দিকই উঠে এসেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন।
উভয় পক্ষ বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টায় তাদের বৈঠক আবার শুরু করবে।
গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ১৪টি দেশের নেতাদের কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশই প্রথম কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা আবার আলোচনা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের চিঠিতে বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: