রাজধানীসহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে খুন-খারাবি

ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে খুন-খারাবি। যার মূলে রয়েছে- আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসার মতো ঘটনা। এতে দিনদিন আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে , শুধু চলতি বছরেই এখন পর্যন্ত সারাদেশে সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন অন্তত দেড়শ জন। যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিসের ঘটনায়। আইনের সঠিক প্রয়োগ না থাকা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের অনাস্থাকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
অন্তর্বর্তী সরকারের দশ মাস পেরিয়ে গেলেও এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে দিনে-দুপুরে ছিনতাই, ডাকাতি, হত্যার ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। সেই সঙ্গে মব জাস্টিসের ঘটনা তো আছেই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, শুধু চলতি বছরেই এখন পর্যন্ত সারাদেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৭৯ জন। আর গণপিটুনীর ঘটনায় ৬৭ জন। এ সময় ধর্ষণের শিকার হয়েছে ৪৭৬ জন আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৪ জনকে।
আইন ও সালিশ কেন্দ্রের আরেক তথ্য বলছে , গত ১০ মাসে মব সৃষ্টির মাধ্যমে সারা দেশে ১৭৪ জন নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হেনস্তার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধারা। এমন বাস্তবতায় আইনের কঠোর প্রয়োগ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব নয় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা ।
দেশে দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতির কারণেই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। মব নিয়ন্ত্রণে আইনের কার্যকর প্রয়োগ ও দ্রুত শাস্তি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে খুন-খারাবি।
বিভি/এআই
মন্তব্য করুন: