ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা
‘প্রাতিষ্ঠানিকভাবে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে’

ছবি: দ্বিতীয় দফার ১৩ তম দিনের আলোচনা
প্রাতিষ্ঠানিকভাবে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার ১৩ তম দিনের আলোচনা শুরুতে তিনি এ কথা জানান। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।
আলী রীয়াজ বলেন, জাতির প্রতি দায়দায়িত্ব থেকে রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিচ্ছে যা প্রশংসনীয়। তিনি স্মরণ করিয়ে দেন গত বছরের ১৪ জুলাই এই দিনটি ছিলো একটি বিশেষ দিন। এই দিনে নারীরা যেভাবে ফ্যাসীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো সে কারণেই স্বৈরাচারবিরোধী আন্দোলন বেগবান হয়েছিলো।
তিনি বলেন, নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। জুলাই আন্দোলনে নারীদের অবদান স্মরণ করে সোমবার ঐকমত্য কমিশনে আলোচনা হবে জাতীয় সংসদে নারীদের আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে।
বিভি/এমআর
মন্তব্য করুন: