গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিতের খবর ভুয়া, বলছে সরকার

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। জেলায় ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়েছে বলে ভুয়া খবর রটেছে, সেখানে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি বলে দাবি করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, 'যেকোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট।'
“সরকার দেশের যেকোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।''
বিবৃতিতে আরও বলা হয়, “গোপালগঞ্জসহ দেশের কোনো এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ বা বিঘ্নিত করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন ওঠাই অবান্তর।”
বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়,"দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার এবং তাদের দোসরা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ''
সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ‘মিস-ইনফরমেশন’ ও ‘ডিস-ইনফরমেশন’ ছড়ানোর আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর এসেছে।
দুপুরে জেলা শহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা আসে। বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত এ কারফিউ থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার।
বিভি/টিটি
মন্তব্য করুন: