• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২০ জন আটক

প্রকাশিত: ১২:৫৪, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৩:১৯, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২০ জন আটক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তবে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, গতকালের (বুধবার, ১৬ জুলাই) সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় মোট ১৪ জন আটক আছেন। এর আগে রাতে আটকের পর যৌথ বাহিনী ওই ২০ জনকে থানায় হস্তান্তর করে। গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, গত বুধবার এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2