• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কমলো ১২ কেজি এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

প্রকাশিত: ১৬:০৫, ৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কমলো ১২ কেজি এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১২ কেজি এলপিজির দাম ৯১ টাকা কমানো হয়েছে। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকে সারা দেশে কার্যকর হবে।

রবিবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা, যা পূর্বের তুলনায় ৪ টাকা ১৮ পয়সা কম।

এর আগে, গত ২ জুলাই বিইআরসি ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করেছিল।

বিইআরসি বলছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম হ্রাস পাওয়ায় এই মূল্য হ্রাস করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: