• NEWS PORTAL

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এখনও মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৪২, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এখনও মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় এখনও মব চলছে, তবে চেষ্টা চলছে কমিয়ে আনার। এ সময় ফুল দেওয়া বা না দেওয়ার বিষয়ে নয়, বরং ১৫ আগস্টে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া ছিল বলেও উপদেষ্টা জানিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১২তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সৃজন ও শূন্য কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে পুলিশে ১৫ হাজার ৮৫১, বিজিবিতে চার হাজার ৪৬৯, আনসারে পাঁচ হাজার ৫৫১, কারা অধিদপ্তরে এক হাজার ৫৫৮ এবং ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুপস্থিত থাকার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টি চলমান প্রক্রিয়া। তবে অযথা কেউ যেনো হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: