• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাদা পাথর লুটের মামলায় মোট ১২ জন গ্রেফতার

প্রকাশিত: ১৭:১৪, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:১৫, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সাদা পাথর লুটের মামলায় মোট ১২ জন গ্রেফতার

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের পাথর লুটের পুরোনো ছবি

সিলেটের সাদা পাথর লুটের মামলায় আরও ৩ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোম্পানিগঞ্জ থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।

এদিকে, রাত ২টায় সিলেটের গোয়াইনঘাটের পর্যটন স্পট জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় প্রায় দেড়শ জনকে আসামি করে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমেদ।

ওসি বলেন, লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে, ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া পাথর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2