যে কোনো পরিস্থিতিতে সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

যে কোন পরিস্থিতিই থাকুক না কেন, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ আগস্ট) অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য ‘যৌথ ঘোষণাপত্র’ সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান প্রধান উপদেষ্টা বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের স্বাস্থ্য নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে যৌথ ঘোষণাপত্র হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। ৩৫টি মন্ত্রণালয় যৌথ ঘোষণাপত্র সই করেছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: