‘ব্যবসায়ীদের বিরোধিতায় ভ্যাটের ‘ল্যাংড়া-খোঁড়া ’ আইন হয়েছে’

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ‘ল্যাংড়া-খোঁড়া’ আইন হয়েছে। তিনি বলেন, ভ্যাটের একক রেট করার কোন বিকল্প নেই।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত ‘কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার’ বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।
অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনই বিকল্প নেই।
বিভি/এসজি
মন্তব্য করুন: