• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপের বিস্তারিত জানানো হবে’  

প্রকাশিত: ১৮:০৪, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপের বিস্তারিত জানানো হবে’  

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাচন সচিবালয়ে, সংসদীয় সীমানা পুর্ননির্ধারন শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, অনুমোদন হয়েছে রোডম্যাপ এবং তা টাইপিংয়েরও কাজ চলমান । বিকালে ব্রিফিংয়ে এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। তবে, আগামীকাল আরও বিস্তারিত তথ্য দেওয়ার কথা ইসি সচিবের। 

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোর পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। আখতার আহমেদ বলেন, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর ৩৩টি জেলার ৮৪টি আসন সম্পর্কিত মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল। গত চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেছেন। উভয় পক্ষের মতামত শোনার পর এখন পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করছে কমিশন। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথাও জানান তিনি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2