• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

প্রকাশিত: ২২:০৬, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৭, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

ছবি: শারমিন এস মুরশিদ

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সামনের দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আমরা ভোটমুখী হতে যাচ্ছি। নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ নষ্ট হলে ভোট কঠিন জায়গায় চলে যাবে।

আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, বিগত ১৫ দেশে দুর্নীতি-অনিয়ম চলছিলো। ৫ আগস্টের পর এমন একটা দেশ পেয়েছি যেখানে কোনো টাকা ছিলো না, সিস্টেম কাজ করছিলো না। অল্প সময়ের মধ্যে দুর্নীতি নির্মূল করা কঠিন।

তিনি আরও বলেন, মানুষ ভালোবেসে ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছে। আবার মানুষ ধৈর্যহীন হয়ে পড়ছে সেটিও দেখতে পাচ্ছি। এক বছরেই ধৈর্যহীন হয়ে পড়লে বিগত সময়ের দুর্নীতি-অনিয়ম কীভাবে দূর করবো?

একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে মিলেমিশে থাকার আহ্বানও জানান তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2