জীবন দিয়ে হলেও সুষ্ঠু নির্বাচনের তাগিদ সিইসির

নির্বাচনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকতাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জীবন দিয়ে হলেও তাদেরকে সুষ্ঠু নির্বাচনের তাগিদ সিইসির।
এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর, নির্বাচনে চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন উড়িয়ে দেন ইসি সচিব আখতার আহমেদ। এর পরদিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামনের নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি নাসির উদ্দিন কমিশনের।
জানা যায়, আইএফইএসের সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে সকালে দু'দিনের এ প্রশিক্ষণ। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে সেভাবে ইসি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান কমিশনাররা। প্রশিক্ষণটিতে অংশ নিয়েছেন ৪০ জন। সামনের দুই ধাপে প্রশিক্ষণ নেবেন আরও ৮০ জন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: