• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. এজেডএম জাহিদ

প্রকাশিত: ১৯:০০, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. এজেডএম জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগি না হয়ে জন-আকাঙ্ক্ষা বুঝতে হবে।

জাহিদ হোসেন আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে বলেও উল্লেখ করেন ড. জাহিদ হোসেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: