• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সাইবার হামলার মাধ্যমে আইডি গায়েবের অভিযোগ ডাকসু প্রার্থীদের

প্রকাশিত: ১৫:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাইবার হামলার মাধ্যমে আইডি গায়েবের অভিযোগ ডাকসু প্রার্থীদের

সাইবার হামলা চালানো হচ্ছে ডাকসু প্রার্থীদের ফেসবুক আইডিতে এমনই অভিযোগ তুলেছেন শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থী মু. সাজ্জাদ হোসেন খান। তিনি বলেন, ‘আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে।’

আইডি গায়েবের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। উমামা তার ফেসবুক আইডিতে নিজেই এ বিষয়ে একটি পোস্ট করেছেন। 

একই অভিযোগ তুলেছেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজনের আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। অনেকের আইডি একটু পরপর লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’

এর আগেও একই ধরনের অভিযোগ করেছিলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, ‘বারবার সাইবার অ্যাটাকের মাধ্যমে আমার আইডি ডিজেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীরা, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।’

বিভি/ এসআই

মন্তব্য করুন: