বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম

ফাইল ছবি
বিশ্ববাজারে রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যায়। মার্কিন ডলার দুর্বল হয়ে পড়া এবং চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন আশায় বিনিয়োগকারীরা স্বর্ণ কিনতে আগ্রহী হয়েছেন, যার ফলে দাম বেড়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে তিন হাজার ৫০৮ দশমিক ৫০ মার্কিন ডলারে ওঠে। চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। যা ইতিহাসের সর্বোচ্চ।
ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা সোনাসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে। তার ভাষায়, আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তথা ফেডের স্বাধীনতায় সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে। খবর রয়টার্সের
বিভি/এসজি
মন্তব্য করুন: