খুলনায় সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির ক্যাডার নিহত

খুলনার রূপসায় মোঃ ইমরান হোসেন মানিক নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাগমারা একটেল টাওয়ারের পাশে মাস্টার বাড়ির গেটের সামনে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের পুত্র। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
নিহতের বড় ভাই ইট-বালু ব্যবসায়ী মাসুদ জানান, সন্ত্রাসীরা মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, রূপসার সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সক্রিয় ক্যাডার ছিল নিহত মানিক।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: