• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাসস

প্রকাশিত: ১৮:২১, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:২১, ১২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-চীন প্রদর্শনী দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়াতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা জানান, গত এক বছরে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমরা এই গতিকে আরও ত্বরান্বিত করতে চাই। এই প্রদর্শনী শুধু উদ্ভাবন ও অংশীদারিত্বের প্রদর্শনী নয়, বরং এটি উদ্যোক্তাদের সক্ষমতা গড়ে তুলবে, যা শেষ পর্যন্ত প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে।

বাংলাদেশে চীনা দূতাবাস এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা জোরদার করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। 

প্রদর্শনীতে প্রকৌশল, অবকাঠামো, প্রযুক্তি, লজিস্টিকস, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও আর্থিক বিষয়সহ বিভিন্ন খাতের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা গভীর করবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বাংলাদেশে চীন-সমর্থিত অবকাঠামো প্রকল্পগুলোর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন, যার মধ্যে পদ্মা রেল লিংক ও কর্ণফুলী টানেল অন্যতম।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, এই রূপান্তরমূলক প্রকল্পগুলো জাতীয় যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে, শিল্প প্রবৃদ্ধিতে সহযোগিতা করেছে এবং আঞ্চলিক বাণিজ্য পথ সম্প্রসারিত করেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: