• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

দাবির মুখে টেলিকম পলিসি-২০২৫-এ সংশোধনী আসছে

প্রকাশিত: ১১:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ

টেলিকম পলিসি পাশের পর আবারো টেলিকম খাত সংশ্লিষ্টরা তাদের উদ্বেগ তুলে ধরেছেন। লাইসেন্স ডিরেগুলেশন, ডিসকনটিনিউ বিদেশী উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়াসহ দেশীয় খাত ধ্বংসের মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে টিআরএনবি আয়োজিত এক মত বিনিময় সভায় খাত সংশ্লিষ্টরা তাদের দাবি পুনরায় সরকারকে বিবেচনার দাবি জানান। 

টেলিকম খাত সংশ্লিষ্টদের দাবির মুখে সদ্য পাস হওয়া টেলিকম পলিসিতে পরিবর্তন আসছে বলে জানা গেছে। তবে, কবে এবং কিভাবে এই সংশোধন করা হবে তা জানা সম্ভব হয়নি।

এদিকে আইএসপি খাতের ব্যবসায়ীরা সদ্য পাশ হওয়া নীতিমালার যে ছয়টি ধারায় আপত্তি তুলে ধরেছেন তা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান আইএসপিএবির সভাপতি আব্দুল হাকিম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এই খাতে যৌক্তিক দাবি গুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন। 

নীতিমালা সংশোধনে আইএসপি খাতের পক্ষ থেকে শিগগিরই একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বরাবর পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2