চাঁপাইনবাবগঞ্জে ইসি মো. আনোয়ারুল ইসলাম
‘অতীতের নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বাদ দেওয়া হবে’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের যে কোন নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। আর তাই অতীতের নির্বাচনে যে সকল কর্মকর্তারা অবৈধ কার্যক্রম করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোন ধরণের দায়িত্ব দেয়া হবেনা। তাদের বাদ দেয়া হবে। আর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আন্দোলন এবং নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোন প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘পিআর পদ্ধতি ও একটি দলের প্রতিক বরাদ্দের বিষয়টি নিয়ে নির্বাচনে কোন ধরণের প্রভাব বা সমস্য সৃষ্টি হবেনা। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনের আওতায় নির্বাচনী সকল কার্যক্রম করছে ও আগামীতেও তা করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোন অসাংবিধানিক কাজ করতে পারে না এবং করবেও না।’
তিনি আরো বলেন, ‘আইন যেভাবে আছে সে অনুযায়ীই নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।’
সিবিটিইপি প্রকল্পের আয়োজনে এবং দি ব্যালট ও ড্রিপ প্রকল্পের সহযোগীতায় জেলা নির্বাচন অফিস কর্তৃক বাস্তবায়িত দিনব্যাপি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিবিটিইপি প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।
এ সময় কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ সহ জেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: