• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রহসনের নির্বাচন থেকে বের হয়ে আসতে চায় কমিশন: ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ১৫:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রহসনের নির্বাচন থেকে বের হয়ে আসতে চায় কমিশন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের জেলা উপজেলা ও থানা পর্যায়ের নির্বচনক কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’ করছে নির্বাচন কমিশন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে এই সম্মেলনে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দিনসহ কমিশনের চারজন কমিশনার ও সিনিয়র সচিব।

রিটার্নিং কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করাসহ এআই ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে নির্বাচনের স্বাভাবিক গতিকে প্রভাবিত না করতে পারে সে বিষয়ে কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নির্বাচনী কর্মকর্তারা।

এদিকে, অতীতের যেকোন নির্বাচনের চেয়ে আগামীর সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং, এর মধ্যে এআই এর অপব্যবহার ও প্রবাসীদের ভোটগ্রহণ অন্যতম বলেছেন ইসির সিনিয়র সচিব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2